এসএসসিতে নথি যাচাইয়ের পর শুধুমাত্র বাংলা ও ইংরেজিতেই বাদ পড়ল ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম। এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই করা হয় ১৮ নভেম্বর। নথি যাচাই করতে গিয়ে ধরা পড়ে বড়সড় গরমিল। প্রায় সাড়ে ৩০০ প্রার্থীর তথ্যে গরমিল নজরে আসে। রবিবার রাতে স্কুল সার্ভিস কমিশন একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় কোন কোন প্রার্থীর নাম বাদ পড়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে। কেন তাঁদের নাম পড়ল সে বিষয়েও বিশদে জানানো হয়েছে।
বাংলা থেকে ৩৩ জন এবং ইংরেজি বিষয়ে অন্তত ৭৪ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষকতার অভিজ্ঞতার তথ্য ভুল দেওয়া ছিল। এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী, পরীক্ষার্থীরা যে তথ্য আপলোড করেছিলেন তাতে ভুল রয়েছে বলে খবর। অনেকেই ভেরিফিকেশনের সময় অভিজ্ঞতার শংসাপত্র দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হলেও পরে নথি যাচাইয়ের সময় সেই নম্বর বাদ দেওয়া হয়। যার ফলে অনেকেই ‘কাট অফ মার্কস’ পর্যন্ত পৌঁছোতে পারেননি।
Advertisement
অনেক প্রার্থীর জাতিগত শংসাপত্রেও ভুল রয়েছে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্বাভাবিক ভাবেই তাঁরা নির্ধারিত নম্বর অবধি পৌঁছোতেই পারেননি। কারও কারও ক্ষেত্রে বয়স সীমাও সমস্যা তৈরি করেছে। এঁরা কেউই আর ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন না বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এখনও পর্যন্ত প্রায় ২০০ জন প্রার্থী নথি যাচাইকরণ প্রক্রিয়ায় অনুপস্থিত বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে।
Advertisement
Advertisement



