শােভনকে জোর করে আটকে রাখা হচ্ছে, খাওয়া বন্ধ করেছেন বৈশাখী

শােভনকে হাসপাতালে জোর করে আটকে রাখা হচ্ছে বলে অভিযােগ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Written by SNS Kolkata | May 24, 2021 10:49 am

বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

শােভনকে হাসপাতালে জোর করে আটকে রাখা হচ্ছে বলে অভিযােগ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী বলেন, ‘শােভনের অসুস্থতা আগে থেকেই ছিল। চক্রান্ত করা হচ্ছে। ক্ষোভে খাওয়া বন্ধ করেছেন শােভন। যেখানে আদালত গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে, সেখানে কেন আটকে রাখা হচ্ছে। এটা অগণতান্ত্রিক। ফিরহাদ হাকিম মন্ত্রী বলে বাড়ি ফিরতে পারবেন, সাধারণ মানুষ হলে পারবেন না, এটা কেন হচ্ছে? ফিরতে হলে পর্ণশ্রীর বাড়িতে আসতে হবে, এসব বলা হচ্ছে। চাপ আসছে। কোথা থেকে চাপ আসছে জানি না। চাপের কাছে নতি স্বীকার করেছে হাসপাতাল। সিবিআই হেফাজতের থেকেও খারাপ অবস্থা।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে বলছি, এই জিনিস থামান। এতে শারীরিক ক্ষতি হচ্ছে শােভনের। কেউ এসে দরজায় লাথি মারছে, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর হাত মচকে দিচ্ছে। কারা করছে সব ছবি আছে।’ 

হাসপাতালের জানলা দিয়ে শােভন বলেন, ‘আমাকে ডিসচার্জ করা হােক। আমি বন্ডেও বাড়ি যেতে চাই। তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি।’

উল্লেখ্য, ক’দিন আগেই বৈশাখী বলেছিলেন, ওরা দু’জন মদন মিত্রের ঘরে যাওয়ার নাম করে জোর করে শােভন বাবুর কেবিনের সিকিউরিটি ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন। তবে ওরা দুজন বলতে ঠিক কাকে বােঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি বৈশাখী। 

প্রত্যক্ষদর্শীদের অনুমান, ওরা দুজন বলতে বৈশাখী, রত্না ও শােভন চট্টোপাধ্যায়ের ছেলে মেয়ের দিকেই ইঙ্গিত করেছে। কারণ, বৈশাখীর অভিযােগের বেশ কিছুক্ষণ আগেই রত্ন শােভন চট্টোপাধ্যায়ের ছেলে ও মেয়েকে হাসপাতালে আসতে দেখা গিয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 

প্রসঙ্গত, নারদ মামলায় শােভন সহ চার হেভিওয়েটকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই শােভনের বাড়িতে চিকিৎসা চালানাের জন্য তােড়জোড় শুরু করেন বৈশাখী। অক্সিজেন কনসেনট্রেটর, নেবুলাইজারের ব্যবস্থা করেছেন বলে খবর।