• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত হলেন গায়িকা ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৯ জুলাই: প্রয়াত হলেন প্রসিদ্ধ গায়িকা ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ। গতকাল তাঁর কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ঊষা ছাড়াও তাঁদের পুত্র ও কন্যা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার সময় জনি টিভি দেখছিলেন। সেসময় আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৯ জুলাই: প্রয়াত হলেন প্রসিদ্ধ গায়িকা ঊষা উত্থুপের স্বামী জনি চাকো উত্থুপ। গতকাল তাঁর কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ঊষা ছাড়াও তাঁদের পুত্র ও কন্যা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার সময় জনি টিভি দেখছিলেন। সেসময় আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবার কলকাতাতেই জনির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কন্যা অঞ্জলি উত্থুপ তাঁর প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সামাজিক মাধ্যমে লেখেন,”আপ্পা… তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে… কিন্তু তুমি যেমন আড়ম্বরপূর্ণভাবে বেঁচে ছিলে… তুমি বিশ্বের সবচেয়ে সুদর্শন মানুষ… আমরা তোমাকে একজন সত্যিকারের ভদ্রলোক, লরেন্সিয়ান এবং সেরা টি টেস্টার হিসেবে ভালোবাসি।”

Advertisement

Advertisement

Advertisement