ফের কলকাতার বুকে শুটআউট। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১১টার সময় কসবার বোসপুকুরে ঘটনাটি ঘটে। কসবার প্রান্তিক পল্লিতে অভিজিৎ নাইয়া নামে ১৮ বছরের এক যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তাঁর বা হাতের তালুতে গুলি লাগে। আহত যুবককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় এক যুবককেও আটক করেছে পুলিশ। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয়দের দাবি, বন্ধুদের মধ্যে বচসা বাধে। সেই থেকেই ঘটনার সূত্রপাত হয়। কথা কাটাকাটি মাঝেই ওই তরুণকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন এক যুবক। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির থেকে কয়েকশো মিটার দূরে এই ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে অভিজিৎকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাতে অভিজিৎ জানিয়েছেন, বুধবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেল করে তাঁর বাড়ির পাশে খালপাড়ে আসেন। তাঁরা বন্দুক দেখিয়ে অভিজিৎকে শাসাতে শুরু করেন। বচসার মাঝেই অভিজিৎ বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করতে গেলে কোনওভাবে একটি গুলি বেরিয়ে যায়। তাতেই জখম হন বলে দাবি করেন অভিজিৎ।
Advertisement
অভিজিতের বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে খাবারের প্যাকেট এবং মদের বোতল উদ্ধার হয়েছে। মিলেছে কার্তুজের খোল। তদন্তকারীদের চাপের মুখে অভিজিৎ স্বীকার করেন, রাতে দুই বন্ধুর সঙ্গে ছিলেন তিনি। তাঁদের কাছে একটি ৯ এমএম পিস্তল ছিল। তিন বন্ধুর মধ্যে বচসা বাধে। তখনই গুলি চলার ঘটনাটি ঘটে। জখম তরুণের বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।
Advertisement
উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর খোদ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে তাঁর বাড়ির সামনে গুলি করে মারার চেষ্টা করে এক আততায়ী। আততায়ী স্কুটারে চেপে এসেছি। গুলি না-চলায় প্রাণে বেঁচে যান কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার ঠিক এক বছরের মাথায় ফের গুলি চলল কসবায়।
Advertisement



