কলকাতায় ,৭ জানুয়ারী — আচমকাই পকেট থেকে বন্ধুক বের করে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজের কাছে রাজাবাগান এলাকায় । শুক্রবার মাঝরাতে সেখানে এক মদের আসরে গুলি চালানো হয়। ঘটনার জেরে গুরুতর আহত মহম্মদ টিপু নামের এক যুবক। বর্তমানে গুরুতর অবস্থায় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে জানা যায় , বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন মহম্মদ টিপু। সেইসময় আচমকা পকেট থেকে পিস্তল বের করে নিজের মাথায় গুলি চালান ওই যুবক। গুলিবিদ্ধ ব্যক্তির দুই সঙ্গীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
Advertisement
জানা গেছে, গতকাল রাতে নিজেদের পাড়াতেই তিন বন্ধু মিলে মদ্যপান করছিলেন। সেইসময় হঠাৎই মহম্মদ টিপু নামের ওই যুবক পকেট থেকে পিস্তল বের করে নিজের মাথায় গুলি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়।
Advertisement
মদের আসরে কেন ওই যুবক হঠাৎ বন্দুক বের করে নিজেকে গুলি করে তা ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যে সঙ্গে থাকা দুই বন্ধুকে ডেকে পাঠিয়েছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
Advertisement



