উত্তর হাওড়ার উড়িয়াপাড়ায় শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।
জখম যুবকের নাম তারক বারিক। তিনি হাওড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে উড়িয়াপাড়ায় তিন যুবকের মধ্যে বচসা হয়। ওই তিন যুবকের মধ্যে দুজন স্থানীয় বাসিন্দা। তাঁদের নাম সুচিত সিং ও রাজ পান্ডে। অন্যজন বহিরাগত। ঝামেলা চলার সময় একজন পিস্তল বের করে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ।
তখন এলাকার লোকজন ঝামেলা থামাতে যায়। অভিযুক্তের হাত থেকে পিস্তল কেড়ে নিতে চায়। এই গণ্ডগোলের মধ্যে পালাতে শুরু করেন অভিযুক্ত তিনজন। তাদের ধাওয়া করেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে তাঁদের মধ্যেই একজন পিস্তল থেকে গুলি চালায়। সেই গুলিতেই জখম হয়েছে তারক নামে এক ব্যক্তি।
Advertisement