• facebook
  • twitter
Monday, 16 June, 2025

সরকারি স্কুলের জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি

সরকারি স্কুলের জমি দখল ও চা বাগানের জমিতে অবৈধ হোটেল তৈরির অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল মাটিগাড়া পঞ্চায়েত সমিতি।

নিজস্ব চিত্র

সরকারি স্কুলের জমি দখল ও চা বাগানের জমিতে অবৈধ হোটেল তৈরির অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল মাটিগাড়া পঞ্চায়েত সমিতি। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত মাটিগাড়ার চাঁদমণি চা বাগান এলাকায় চাঁদমণি টি এস্টেট বেসিক প্রাইমারি স্কুল ও চাঁদমণি টি এস্টেট জুনিয়র হিন্দি হাইস্কুলের জমি দখল ও প্রশাসনের অনুমতি ছাড়াই চা বাগানে হোটেল তৈরির অভিযোগ জানালেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুশান্ত ঘোষ।

চা বাগানের অব্যবহৃত ৩০ শতাংশ জমিতে পর্যটনশিল্প করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীই। তবে মাটিগাড়ার এই চা বাগানের সেই ছাড়পত্র নেই। প্রশাসনকে অন্ধকারে রেখেই নির্বিচারে চলছে বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা। মুখ্যমন্ত্রী বর্তমানে উত্তরবঙ্গ সফরে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ইমেল করে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন।

সেই চিঠিতে উল্লেখ আছে, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অধীনে থাকা চাঁদমণির সরকারি স্কুলের জমি পুনরায় দখল হচ্ছে এবং চা বাগানের জমিতে অবৈধভাবে হোটেল তৈরি হচ্ছে। প্রশাসনের অনুমতি না থাকা সত্ত্বেও চলছে হোটেল তৈরির কাজ।

শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ রায় বলেন, ‘স্কুলের জমি দখল করার বিষয়টি আমার নজরে এসেছে। ইতিমধ্যেই জেলাশাসক ও এসজেডিএ-কে চিঠি দিয়েছি। আমি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি, যাতে স্কুলের জমি চিহ্নিত করে দেওয়া হয়।’

মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বলেন, ‘সরকারি স্কুলের ওই জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ভবনটি প্রশাসনের নির্দেশে আগেই ভেঙে ফেলা হয়েছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে সেই জমি পুনরায় দখল করার চেষ্টা চলছে। টিন দিয়ে ঘিরে ফেলা হচ্ছে জমিটি। মুখ্যমন্ত্রীকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।’