• facebook
  • twitter
Friday, 30 January, 2026

দর্শকের বদলে পল্লিবাসীদের জন্য সন্তোষ মিত্র স্কোয়ার

করােনা আবহে নজর রেখে এক বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করা হল।মহামারীর কথা খেয়াল রেখে এবার পুজো পল্লিবাসীদের জন্য রেখে দর্শক বিহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গা প্রতিমা (Photo@Arnab Biswas/SNS)

পরিস্থিতির জন্য সন্তোষ মিত্র স্কোয়ার এবার কঠোর সিদ্ধান্ত নিল। পুজো কমিটির সভাপতি প্রদীপ ঘােষ ও সাধারণ সম্পাদক সজল ঘােষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

সেখানে বলা হয়েছে, করােনা আবহে নজর রেখে এক বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহামারী যাতে অতি মহামারীতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রেখে এবার পুজো পল্লিবাসীদের জন্য রেখে দর্শক বিহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

হৃদয় বিদারক সিদ্ধান্ত হলেও আমাদের। বিশ্বাস মানুষের জীবনের থেকে উৎসব মুখ্য না। সরকার যেভাবে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। তাতে অন্য পুজো কমিটি গুলো আমার সিদ্ধান্তকে স্বাগত জানবে এবং মানুষ আমাদের পাশে থাকবে।

Advertisement

Advertisement