• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সবুজ সাথী প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ

সবুজ সাথী প্রকল্পের সাইকেলের বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে ১০০ টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

প্রতীকী ছবি

সবুজ সাথী প্রকল্পের সাইকেলের বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে ১০০ টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের পাচুয়াখালি হাই স্কুলে। বিরোধীদের অভিযোগ, শাসকদল তথা স্কুল কর্তৃপক্ষ সাইকেল দেওয়ার বিনিময়ে পড়ুয়াদের কাছ থেকে কাটমানি নিচ্ছে। অভিযোগ সামনে আসার পর পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার বার্তা দিয়েছেন স্থানীয় বিধায়ক।

পাচুয়াখালি হাই স্কুলের কয়েকজন পড়ুয়া দাবি করে, সবুজ সাথীর সাইকেল নেওয়ার জন্য তাদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছে স্কুল। প্রতি বছরই এই টাকা দিতে হয় বলেও দাবি করেছে তারা। এ বছর স্কুলের তরফে সেই টাকার কোনও রশিদও দেওয়া হয়নি। সব মিলিয়ে স্কুলের ২ হাজার ৪০৫ জন ছাত্রছাত্রীকে সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে। সকলের কাছ থেকেই ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

যদিও কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মোহম্মদ জাহাঙ্গির আলম। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার বিনামূল্যে সাইকেল দিলেও সংশ্লিষ্ট স্কুলের সাইকেল জামতলায় জমা পড়ে। সেখান থেকে নিজেদের খরচে সাইকেল নিয়ে আসতে হয়। ওই টাকা স্কুল থেকে দেওয়া সম্ভব নয়। তাই ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে এ ভাবে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক নয় বলে স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। তিনি আরও জানিয়েছেন, অনেক পড়ুয়াই টাকা দেয়নি। তাদের টাকা নিজের পকেট থেকে দিয়েছেন মোহম্মদ জাহাঙ্গির আলম।

Advertisement

Advertisement