• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

কুলপিতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

তিনি গাজিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি

তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ।  গ্যারেজের ছাউনিও বিস্ফোরণের ফলে উড়ে যায়। শুক্রবার গভীর রাতে  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। ছামনাবনি গ্রামের বাসিন্দা কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ হয়। তিনি গাজিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। তাঁর গাড়িতে এই বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক তরজাও তুঙ্গে।

এই ঘটনার পিছনে আইএসএফ আছে বলে দাবি তৃণমূলের। তৃণমূল নেতা নির্বাচনের জন্য বোমা মজুত করে রেখেছিলেন বলে পাল্টা দাবি করেছে নওশাদের দল। দু’পক্ষের অভিযোগ শুনে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যান্য দিনের মতোই শুক্রবার রাতেও কুতুবুদ্দিন পাইকের বাড়ির গ্যারাজে রাখা ছিল গাড়ি।

Advertisement

মধ্যরাতে আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। রাতেই খবর দেওয়া হয় থানায়।  কুতুবউদ্দিনের অভিযোগ, আগেও তাঁর বাড়িতে বোমাবাজি হয়েছে। আইএসএফ হামলা চালিয়েছে বলে সেবার অভিযোগ উঠেছিল। এবারও ঘটনার নেপথ্যে নওশাদের দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলপি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। কুতুবউদ্দিনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে চাপা উত্তেজনা রয়েছে। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ।

Advertisement