• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

বুধের বৈঠকেও মিলল না সমাধান, কর্মবিরতি অব্যাহত জুনিয়র চিকিৎসকদের

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা।

ফাইল ছবি

বুধবার মধ্যরাতের বৈঠক থেকেও মিলল না সমাধান সূত্র। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকররা স্পষ্ট জানিয়ে দিলেন, কর্মবিরতি চলবে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা।

জুনিয়র চিকিৎসক ও রাজ্য সরকারের মধ্যে নবান্নের সভাঘরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে হয় বৈঠক। বৈঠক সম্পন্ন হলেও জট কাটার কোনও ইঙ্গিত মিলছে না। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকরা জানালেন, ‘স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলিতে সার্বিক নিরাপত্তা, থ্রেট কালচার ও মেডিক্যাল কলেজগুলিতে টাস্ক ফোর্স গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সরকার আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে। তবে কয়েকটি জায়গায় অসুবিধে আছে। আমরা মুখ্যসচিবের কাছে আলোচনার কার্যবিবরণী চেয়েছিলাম। ৷ কিন্তু সেটা আমাদের দেওয়া হয়নি। শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন।’

জুনিয়র চিকিৎসকদের কথায়, ‘সরকারের তরফে দেওয়া মৌখিক আশ্বাসে আমরা রাজি ছিলাম না। সরকারের কার্যবিবরণী তৈরি করা এবং লিখিত আশ্বাস দেওয়ার অনীহায় আমরা হতাশ। তবে মুখ্যসচিব আমাদের বলেছেন বৃহস্পতিবার আমাদের দাবিগুলিকে খসড়া আকারে ওনার কাছে ইমেল করতে। ৷ তারপর তাঁরা সিদ্ধান্ত জানাবেন। আমরা কাজে ফিরতে চাই ৷ কিন্তু যতক্ষণ আমাদের ন্যায্য দাবিগুলি পূরণ না-হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন এবং কর্মবিরতি চলবে।’

এর পাশাপাশি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আরও দাবি, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন করা হোক। তার জন্য দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করা হোক। এই বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান তাঁরা। হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে, কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানতে চেয়েছেন তাঁরা।