মঙ্গলবার বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ হল। এনুমারেশন ফর্ম বিলি ও পূরণ থেকে শুরু করে খসড়া তালিকা প্রকাশ—সব পর্বই সম্পন্ন হয়েছে। প্রকাশিত খসড়া তালিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, কত ভোটারের নাম বাদ পড়েছে, কতজন মৃত, কতজন স্থানান্তরিত এবং কতজন ভুয়ো বা ‘ভূতুড়ে’ ভোটার হিসেবে চিহ্নিত।
এই ভুয়ো ভোটার নিয়েই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন, বাংলায় নাকি ১ কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে এবং তাঁরা সবাই অনুপ্রবেশকারী। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা গেল, সেই দাবির ধারেকাছেও নেই বাস্তব সংখ্যা। ১ কোটি তো দূরের কথা, ভুয়ো ভোটারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।
Advertisement
ভোটার তালিকা থেকে ‘ভূত’ খুঁজতেই এই বিশেষ নিবিড় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ভুয়ো ভোটারের জোরেই নাকি রাজ্যে শাসকদল তৃণমূল জিতে আসছে। সেই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীর ১ কোটির দাবি রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন তুলেছিল। কিন্তু সংশোধনের পর প্রকাশিত খসড়া তালিকা সেই দাবির সঙ্গে কোনওভাবেই মিল খুঁজে পায়নি। কমিশনের হিসাব বলছে, ভুয়ো ভোটারের সংখ্যা ২ লক্ষেরও কম।
Advertisement
নির্বাচন কমিশনের খসড়া তালিকা রোহিঙ্গা ও বাংলাদেশি মিলিয়ে রাজ্যে বিপুল অবৈধ ভোটারের অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে বলে দাবি তৃণমূলের। শাসকদলের বক্তব্য, বাংলায় একজনও রোহিঙ্গা ভোটার নেই। এই ইস্যুতে বিরোধী দলনেতাকে কড়া ভাষায় আক্রমণ করেছে তারা। যদিও খসড়া তালিকা প্রকাশের পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভুয়ো ভোটাররা আসলে কারা এবং কীভাবে তাঁদের নাম তালিকায় ঢুকেছিল।
Advertisement



