• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

কালীঘাটের বৈঠক থেকে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতার

বৈধ ভোটারের নাম বাদ গেলে শুনানিতে তাঁর পাশে থাকার বার্তা দেন মমতা

কৃষ্ণনগরে মমতা।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। কমিশনের দু’টি ওয়েবসাইটেই এই তালিকা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেই বাদ পড়েছেন প্রায় ৪৫ হাজার ভোটার। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন অর্থাৎ ২০৭ নম্বর বুথে বাদ পড়েছেন ১২৭ জন ভোটারের নাম।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই কালীঘাটের বাড়িতে বিকেলে জরুরি বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের আট কাউন্সিলর এবং বিএলএ-২ দের বৈঠকে ডাকা হয়। বৈধ ভোটারের নাম বাদ গেলে শুনানিতে তাঁর পাশে থাকার বার্তা দেন মমতা। সেই সঙ্গে বৈধ ভোটারের নাম তালিকায় তোলার জন্য সাহায্য করতে বলেছেন তিনি। এই কাজে সমস্ত বিএলএ এবং পদাধিকারীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন বলে খবর। এদিনের বৈঠকে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এছাড়াও ছিলেন দেবাশিস কুমার, সন্দীপরঞ্জন বক্সী এবং অসীম বসু।

Advertisement

এছাড়া খিদিরপুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অন্তর্গত। সেই সমস্ত ওয়ার্ডে দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিমকে দেখতে নির্দেশ দিয়েছেন মমতা। পাশাপশি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমারকে কালীঘাট সংলগ্ন ওয়ার্ডের  ভোটার খসড়া তালিকা উপরে নজরদারি রাখতে বলা হয়েছে। ভোটারদের কাগজ নিয়ে অসুবিধা হলে সাধারণ মানুষকে ‘মে আই হেল্প ইউ ক্যাম্পে’ নিয়ে যাওয়ারও নির্দেশ এদিন বৈঠক থেকে দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার কথা বলেন তৃণমূল সুপ্রিমো। বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে সে বিষয়ে বিশেষভাবে জোর দিতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও দেন তিনি। বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লি গিয়ে প্রতিবাদ করবেন বলে জানান। মঙ্গলবার কালীঘাটের বৈঠক থেকে সাধারণ মানুষের পাশের থাকারই নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা।

 

Advertisement