ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে বুধে মুখোমুখি হবেন মমতা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলার যে পড়ুয়ারা ইতিমধ্যেই ফিরে এসেছেন, তাঁদের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Written by SNS Kolkata | March 15, 2022 12:19 pm

আগামী ১৬ মার্চ বুধবার দুপুরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলার যে পড়ুয়ারা ইতিমধ্যেই ফিরে এসেছেন, তাঁদের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়ে গোড়া থেকেই সরব ছিলেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন তিনি।

তাঁর বক্তব্য, অনেক আগে থেকেই কেন্দ্রীয় সরকারের উচিত ছিল ভারতীয় পড়ুয়াদের সেখান থেকে ফিরিয়ে আনা। বারাণসীতে ভোট প্রচারে গিয়েও এ ব্যাপারে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী।

বলেছিলেন, এখানে আসার পরে ফুল দিচ্ছে। ওই গোলাপ দিয়ে আর কী হবে। বাংলার ৩০০-র বেশি পড়ুয়া ইউক্রেন থেকে ইতিমধ্যে ফিরে এসেছেন। বুধবার তাঁদের সঙ্গে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী।