• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মমতার রেকর্ড ভােটে জয়ের কামনা করে পুজো

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রেকর্ড সংখ্যক ভােটে জিততে পারেন তার জন্য পুজো ও যুগ্ধ করলেন নয়াগ্রাম ব্লক তৃণমূলের নেতাকর্মীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. (Photo: IANS)

ভবানীপুর উপনির্বাচনে তৃণমুল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রেকর্ড সংখ্যক ভােটে জিততে পারেন তার জন্য পুজো ও যুগ্ধ করলেন নয়াগ্রাম ব্লক তৃণমূলের নেতাকর্মীরা। এদিন সােমবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তৃণমূলের নেতাকর্মীরা রামেশ্বর মন্দিরে পুজো দেন পরে তপােবনে বাল্মীকি মুনির আশ্রমে যঞ্জ করেন তৃণমূলের নেতাকর্মীরা।

এদিন নিয়ম নিষ্ঠার ভরে নয়াগ্রামে রামেশ্বরের শিব মন্দিরে পুজো দেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিনের পূজো ও যঞ্জে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমুলের সাধারন সম্পাদক সুমন সাহু , নয়াগ্রাম ক্লক তৃণমুলের সহ সভাপতি রমেশ চন্দ্র রাউত ।

Advertisement

এবিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমুলের সাধারন সম্পাদক সুমন সাহু বলেন, ভবানীপুর উপনির্বাচনে তৃণমুল জিতবে এটা একশাে শতাংশ নিশ্চিত। সেখান থেকে যেন রেকর্ড সংখ্যক ভােটে জিততে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আমরা রামেশ্বরর মন্দিরে পূজো দিয়েছি। আর বাল্মীকি মুনির আশ্রমে ঘি পুড়িয়ে যঞ্জ করা হয়েছে।

Advertisement

Advertisement