বাংলাদেশের বই বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শ্যামনগর বইমেলা। মেলায় বাংলাদেশের বই বিক্রির প্রতিবাদে মঙ্গলবার রাতে কার্যত তাণ্ডব চালায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন। এই পরিস্থিতিতে ভারতের মেলায় সেদেশের বই বিক্রি করার অর্থ হল হিন্দুদের আবেগে আঘাত করা। সেই কারণে অবিলম্বে বইমেলা থেকে বাংলাদেশের বই সরিয়ে ফেলার দাবি জানান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।
বাংলাদেশের বই সরানো না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। হিন্দু জাগরণ মঞ্চের অভিযোগ, সব তথ্য না জেনে স্টল বসিয়েছে মেলা কর্তৃপক্ষ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মেলা কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলিকে নিয়ম মেনেই অনুমতি দেওয়া হয়েছিল। মেলায় আগত এক বাসিন্দা জানিয়েছেন, বহুদিন ধরে শ্যামনগরে মেলা হচ্ছে। বাংলা ভাষা ও সংস্কৃতির উপর এরকম আক্রমণ হতে তিনি কখনও দেখেননি।
Advertisement