• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জেলেই পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা  করলেন চিকিৎসকরা

পার্থকে যেদিন গ্রেপ্তার করা হয়েছিল সেদিনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁর বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের। তাঁকে গ্রেপ্তার করার পরেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র

মঙ্গলবার জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা করলেন চিকিৎসকরা। তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে হাইকোর্টে একাধিকবার জামিনের স্বপক্ষে অসুস্থতার যুক্তি খাড়া করেছেন তাঁর আইনজীবী। কিন্তু কোনও যুক্তিতেই মেলেনি জামিন। তবে জামিন না দিলেও পার্থের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো মঙ্গলবার জেলে গিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করলেন চিকিৎসকরা। এদিনের মেডিক্যাল দলে রয়েছেন মেডিসিন ও অস্থি বিশেষজ্ঞেরা।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে নাকতলার ফ্ল্যাট থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলে থাকাকালীনও তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে তাঁর।  এর আগে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। মামলার শুনানি চলাকালীন তাঁর আইনজীবী অনেকবার তাঁর অসুস্থতার প্রসঙ্গ তুলে ধরেন। জেলে যাওয়ার আগে থেকেই তাঁর পায়ে ব্যথার একটা সমস্যা রয়েছে। জেলবন্দি হওয়ার পর তা আরও বেড়ে যায়। পাশাপাশি তাঁর শরীরে চর্মরোগ সহ কাঁধে ব্যথার মতো সমস্যাও দেখা দেয়। আদালতের নির্দেশ মতো প্রতি মাসেই পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। রিপোর্ট অনুযায়ী তাঁকে ওষুধপত্রও দেওয়া হয়।
পার্থকে যেদিন গ্রেপ্তার করা হয়েছিল সেদিনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁর বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের। তাঁকে গ্রেপ্তার করার পরেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে আদালতের নির্দেশে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর এইমসে।

Advertisement

Advertisement