ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করল সিবিআই। কেন তাঁকে জামিন দেওয়া উচিত নয়, তা আদালতে ব্যাখ্যা করল এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বুধবার আদালতে লিখিতভাবে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করা হয়। তার পাল্টা জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি শুভ্রা ঘোষ সেই আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২৩ জুলাই পার্থর নাকতলার বাড়িতে অভিযান চালায় আর্থিক বিষয়ক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযান চালানো হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতেও। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা। ওইদিনই পার্থকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ অন্যরা জামিনে মুক্ত হলেও এখনও জেলবন্দি রয়েছেন পার্থ।
Advertisement
এদিকে এই মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। আদালতে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, সেই বয়ানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন। ফলে নিযোগ মামলায় আরও বিপাকে পড়েছেন পার্থ। বুধবার সেই প্রসঙ্গ উল্লেখ করে সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়েছে, নিয়োগ মামলার প্রধান মাথা পার্থই। এমনটাই সূত্রের খবর। এখন অপেক্ষা আগামী ২ জুলাই পর্যন্ত। ওইদিন আইনজীবী আদালতে পার্থর হয়ে কী যুক্তি দেন এখন সেটাই দেখার।
Advertisement
Advertisement



