আন্তর্জাতিক আঙিনায় বিষ্ণুপুর মেলার শ্রীবৃদ্ধি কামনা করলেন মন্ত্রী সৌমেন

এদিনের মেলার উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র ছাড়াও খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়ার পুলিশ সুপার ও জেলাশাসক উপস্থিত ছিলেন।

Written by SNS Kolkata | December 24, 2021 11:33 pm

বৃহস্পতিবার বিষ্ণুপুর মেলার উদ্বোধন করলেন সেচমন্ত্রী ড.সৌমেন মহাপাত্র। এদিনের মেলার উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র ছাড়াও খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়ার পুলিশ সুপার ও জেলাশাসক উপস্থিত ছিলেন।

এছাড়া বিষ্ণুপুরের বিধায়ক এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।

করোনা আবহে রাজ্য জুড়ে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমানে করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় ফের মেলা এবং উৎসব শুরু হয়েছে।

মেলার উদ্বোধক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ড. সৌমেন মহাপাত্র বলেন, আন্তর্জাতিক আঙিনায় বিষ্ণুপুর মেলার শ্রীবৃদ্ধি ঘটুক। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান।

বিষ্ণুপুরের একটা আলাদা ঐতিহ্য আছে, সে কারণেই এই মেলার গুরুত্ব অপরিসীম। এখানকার টেরাকোটা খুব বিখ্যাত। মোতিচূড় মিষ্টিও বিখ্যাত। গান, বাজনা, মতিচুড় এই নিয়ে বিষ্ণুপুর।

বিষ্ণুপুর মেলা সামাজিক ও সংস্কৃতির অন্যতম মেলবন্ধন হিসাবে কাজ করে চলেছে। এই মেলার উদ্বোধনে এর আগেও আমি এসেছিলাম এবারে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।