• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক

রেজিস্ট্রেশন অব ইলেকটরস (অ্যামেন্ডমেন্ট)-এর ২৬বি ধারা অনুযায়ী ইলেকটোরাল রোলে থাকা কোনও ব্যক্তি চাইলে আধার নম্বর লিঙ্ক করাতে পারেন, না-ও পারেন।

প্রতীকী চিত্র

‘ভূতুড়ে ভোটার’ নিয়ে ইতিমধ্যে উত্তাল হতে দেখা গিয়েছে বাংলার রাজনীতিকে। বিজেপি সরকারের বিরুদ্ধে ভূতুড়ে ভোটার দিয়ে ভোটে বাজিমাতের চেষ্টার অভিযোগ করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। যদিও পরে মমতার দাবিকে মান্যতা দিয়ে জাতীয় নির্বাচন কমিশন ভোটার কার্ডে ইউনিক নাম্বার প্রদানের কথা জানায়। এবার ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা। বুধবার ইলেকটোরাল রোল ডেটা বা ভোটার নথির সঙ্গে আধার নম্বর সংযোগ করার নির্দেশ পাঠানো হল আধিকারিকদের। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।

উল্লেখ্য, গত বছর ভোটের সময় ভোটার কার্ড এবং আধার নম্বর সংযোগের প্রশ্নে কমিশন পরিষ্কার করে জানিয়েছিল, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি বাধ্যতামূলক নয়। কেউ যদি চান, তাহলে তিনি আধার কার্ড এবং ভোটার কার্ডের লিঙ্ক করতে পারেন। কেউ না চাইলে সংযুক্তিকরণ করার প্রয়োজন নেই। আর এবার সেই নির্দেশিকা থেকে সম্পূর্ণ সরে এসে নির্বাচন কমিশনের বড় নির্দেশ।

এমনকি আগে আধার লিঙ্ক করার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সংসদে জানিয়েছিলেন যে রেজিস্ট্রেশন অব ইলেকটরস (অ্যামেন্ডমেন্ট)-এর ২৬বি ধারা অনুযায়ী ইলেকটোরাল রোলে থাকা কোনও ব্যক্তি চাইলে আধার নম্বর লিঙ্ক করাতে পারেন, না-ও পারেন।
এদিন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, ইলেকটোরাল ডেটার সঙ্গে যাতে আধার নম্বর লিঙ্ক থাকে, তার জন্য আধিকারিকরা যেন সবরকমের প্রচেষ্টা করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ‘ভোটারদের নিশ্চিতভাবে চিহ্নিত করতে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করার যথাসাধ্য চেষ্টা করতে হবে। ১৮ বছর বয়সী ও তার উর্ধ্বের সকলে যেন ভোটার হিসাবে তালিকাভুক্ত হন, তার জন্য বুথ স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের নির্দেশিকার পাশাপাশি জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত ইলেকটোরাল রোল আপডেট করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেই আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।