শ্লীলতাহানি রুখে নজির কলকাতা পুলিশের

 রাতের শহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ।শহরের দুটি এলাকায় ভিন্ন ঘটনায় শ্লীলতাহানি রুখে অভিযুক্তদের গ্রেফতার করে নজির গড়ল কলকাতা পুলিশ।

Written by SNS New Delhi | July 9, 2019 1:51 pm

কলকাতা পুলিশের লোগো (ছবি ফেসবুক @kolkatapoliceforce)

রাতের শহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ।শহরের দুটি এলাকায় ভিন্ন ঘটনায় শ্লীলতাহানি রুখে অভিযুক্তদের গ্রেফতার করে নজির গড়ল কলকাতা পুলিশ।উল্লেখযােগ্যভাবে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমও তৎপর হয়েছে।শহরবাসী ভরসা রাখছে কলকাতা পুলিশের ১০০ ডায়ালের ওপর বলেও মনে করছেন পুলিশের শীর্ষ কর্তারা।ফোনে খবর পাওয়া মাত্রই পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে এস এন রায় রােডের অ্যাপেক্স বিল্ডিংয়ে।রবিবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন এক মহিলা।ওই বিল্ডিংয়ের এক নিরাপত্তারক্ষী শ্লীলতাহানি করে বলে জানান অভিযােগকারিণী।আতঙ্কিত মহিলাকে আশ্বস্ত করেন কলকাতা পুলিশকর্মীরা এবং একই সঙ্গে খবর যায় ঘটনাস্থলের নিকটস্থ নিউ আলিপুর থানায়।

পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন অভিযুক্ত সুরেশ সিংকে।অন্যদিকে,লেক থানা এলাকায় গত চার-পাঁচ মাস ধরে মােটরবাইকে চড়ে মহিলাদের শ্লীলতাহানি করে বেরিয়ে যাচ্ছিল।বাইক দ্রুতগতিতে ছুটিয়ে কোথায় পালিয়ে যেত অভিযুক্ত তা কেউ ধরতে পারেনি।একের পর এক তিনটি একই রকমের ঘটনায় তদন্তকারী নিশ্চিত হন অভিযুক্ত একই ব্যক্তি।

লেক থানায় ২ এপ্রিল,২০ মে এবং ৩০ জুন একই ধরনের অভিযােগ করেন তিন অভিযােগকারী।তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন পুলিশকর্মীরা।প্যাকেজড জলের জার নিয়ে একটি বাইককে তিনটি ঘটনাতেই চিহ্নিত করা সম্ভব হয়।তবে বাইকের নম্বর দেখা যাচ্ছিল না সিসিটিভি ফুটেজে।স্থানীয় সাের্স লাগিয়ে প্যাকেজড জল সরবরাহকারী ওই এলাকায় কারা রয়েছে তাদের খোঁজ শুরু করে পুলিশ।এভাবেই অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হন তদন্তকারীরা।বছর ৩০-এর বিকাশ গুপ্তাকে লেক থানায় দায়ের তিনটি পৃথক শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার করে পুলিশ।