কলকাতা শহরে প্রতিদিন টালা, পলতা ও গার্ডেনরিচ মিলিয়ে প্রায় ৫৫০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয়। তবুও শহরবাসীর চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পুরসভা। সেই কারণেই ধাপায় নতুন করে একটি বুস্টার পাম্পিং স্টেশন গড়ে ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদনের কাজ শুরু হয়েছে।
তবে এখনও সংযুক্ত এলাকার কসবা, বেহালা, যাদবপুরের মতো জায়গায় ভূগর্ভস্থ জল উত্তোলনের উপর কিছুটা ভরসা করতে হচ্ছে পুরসভাকে। ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন গ্যালন জল তোলা হচ্ছে বলে জানা গিয়েছে।
শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম জানান, এখন পর্যন্ত ৪০ লক্ষ গ্যালন জল উত্তোলন করা হয়েছে। বিশেষ করে ১০ নম্বর ও ১২ নম্বর বোরোর বিভিন্ন অঞ্চলে পরিষেবা এখনও পুরোপুরি পৌঁছায়নি।
মেয়র আরও জানিয়েছেন, ধাপার নতুন জল প্রকল্প থেকে আগামী কয়েক বছরের মধ্যে দিনে ৩০ লক্ষ গ্যালন জল সরবরাহ সম্ভব হবে। ভবিষ্যতে সেই উৎপাদন বাড়িয়ে ৫০ লক্ষ গ্যালনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যার জন্য আনুমানিক ১৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
গড়িয়া-সহ আরও দুটি স্থানে আলাদা প্রকল্প চালু করা হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় ২৮০ কোটি টাকা। পুরসভার আশা, নতুন এই প্রকল্পগুলির ফলে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা ২ শতাংশের নিচে নেমে আসবে।