• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ফেরাতেই হবে, পূর্ণম প্রসঙ্গে মন্তব্য মমতার

পাক রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরানোর দাবি তুলে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল চিত্র

পাক রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরানোর দাবি তুলে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে দুঃখজনক বলেও ব্যাখ্যা করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। মমতার কথায়, ‘পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে।’

সোমবার মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলা থেকে বাংলার বাসিন্দা পূর্ণম সাউকে ফেরানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিএসএফ জওয়ান সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য বিদেশমন্ত্রকের তরফে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। মমতা বলেছেন, ‘আমরা সব রকমভাবে পূর্ণমের পরিবারের পাশে আছি। ‘

Advertisement

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর সীমান্ত এলাকায় সক্রিয়তা আরও বাড়িয়েছিল বিএসএফ। এই আবহে ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন রাজ্যের বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। গত ১৩ দিন ধরে তিনি পাক রেঞ্জার্সের হাতে বন্দি রয়েছেন। কেন্দ্রের তরফে পূর্ণমের বিষয়ে কোনও এখনও পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়নি। বিএসএফ শুধুমাত্র আশ্বাস দিচ্ছেন পরিবারকে। এই আবহে কয়েকদিন আগে স্বামীকে ফেরাতে তাঁর কর্মস্থল পাঠানকোটেও গিয়েছিলেন পূর্ণমের অন্তঃস্বত্ত্বা স্ত্রী সহ পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু তা সত্ত্বেও পূর্ণমের কোনও খোঁজ পায়নি পরিবার। এ বার এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Advertisement