• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গাছ লাগিয়ে প্রচার শুরু আলিফার, কিছুটা পিছিয়ে বিজেপি-কংগ্রেস

জোড়াফুল প্রার্থী আলিফা আহমেদ বাড়ি বাড়ি প্রচার, ছোট সভা, রোড–শো, ফেসবুক-বার্তা সব রকম প্রচারই শুরু করেছেন।

১৯ জুন নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ আগেই প্রচার শুরু করেছিলেন। এবার ময়দানে নামলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষও। তবে ময়দানে নেই কংগ্রেস প্রার্থী। রাজ্যের শাসকদলের নির্বাচনী প্রচারে বহু কর্মী-সমর্থককে দেখা যাচ্ছে প্রার্থী আলিফার সঙ্গে। সকাল-বিকেল প্রচার সারছেন তিনি। কখনও হেঁটে, কখনও বাইকের পিছনে বসে প্রচার সারছেন আলিফা।

অন্যদিকে বিরোধী দুই রাজনৈতিক দল, বিজেপি এবং কংগ্রেসের ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা। হাতেগোনা কয়েক জন কর্মী-সমর্থক নিয়ে বিজেপি প্রচার শুরু করেছে। অন্যদিকে, এখনও পর্যন্ত প্রচার শুরু করতে পারেনি কংগ্রেস। কংগ্রেসের হাইকমিশন থেকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারের জন্য একটি তালিকা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। তবে কবে প্রচার শুরু করবে তা এখনও অজানা।

Advertisement

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে সিপিএমের বেশ কিছু কর্মী-সমর্থকদের মধ্যে মতনৈক্য রয়েছে। দলের অনেকেই চাইছেন না, কংগ্রেসের হাতে কালীগঞ্জের আসন ছেড়ে দিতে। যদিও প্রকাশ্যে সে কথা বলতে চাইছেন না কেউ।

Advertisement

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ কালীগঞ্জে মনোনয়ন জমা দিয়েছিলেন। তার পরেই কংগ্রেসের মধ্যে শুরু হয় চরম অসন্তোষ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছিলেন স্থানীয় কংগ্রেস কর্মী-সমর্থকরা। চলতি বছরেও বাম-কংগ্রেসের ‘জোটপ্রার্থী’ হিসেবে ভোটের ময়দানে নেমেছেন কাবিলউদ্দিন।

সময় আর হাতে বেশি নেই। এখন এটাই দেখার জোট শরিক সিপিএমের সঙ্গে আলোচনা করে কবে কংগ্রেস প্রচার শুরু করে। বৃহস্পতিবার মিরা ১ নম্বর পঞ্চায়েতের পলাশি রেলগেট থেকে প্রচার শুরু করেন আলিফা আহমেদ। এরপর পাঁচখোলা, শিয়ালপোতা, হাজরাপোতা, খেজুয়া ও পলাশি বাজার হয়ে প্রচার শেষ করেন তিনি। আলিফা আহমেদ বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাছ লাগিয়ে প্রচার শুরু করেছি। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও দিয়েছি। দিদির দেখানো পথেই আমি হাঁটছি। আশা করছি, জয় আমার হবে।’

জোড়াফুল প্রার্থী আলিফা আহমেদ বাড়ি বাড়ি প্রচার, ছোট সভা, রোড–শো, ফেসবুক-বার্তা সব রকম প্রচারই শুরু করেছেন। তাঁর মনোনয়ন দাখিলের সময়ে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বিধায়ক রুকবানুর রহমান উপস্থিত ছিলেন।

আগামী দিনে জোড়াফুলের ওজনদার নেতারাও কালীগঞ্জে প্রচারে যাবেন বলে দলীয় সূত্রের খবর। কালীগঞ্জে পদ্মফুল প্রার্থী আশিস ঘোষ প্রচারে ‍ নামলেও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে যাননি। তবে তাঁরা প্রচারে যেতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। যদিও প্রচার নিয়ে মুখ খুলতে চাননি কংগ্রেস প্রার্থী।

Advertisement