• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

আয়নায় মুখ দেখে ময়লা পরিষ্কার করুনঃ রাজ্যপাল

মুখে অনেক ময়লা জমেছে, আয়নায় মুখ দেখে সেই ময়লা পরিষ্কার করা উচিত। বৃহস্পতিবার এই ভাষাতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের সমালোচনার জবাব দিলেন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠী। এদিন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন বেশ কড়া ভাবেই। এদিন রাজ্যপাল বলেন, ‘নিজেদের মুখ আয়নায় দেখুন, ময়লা পরিষ্কার করুন।

আয়নায় মুখ দেখে ময়লা পরিষ্কার করুনঃ রাজ্যপাল

মুখে অনেক ময়লা জমেছে, আয়নায় মুখ দেখে সেই ময়লা পরিষ্কার করা উচিত। বৃহস্পতিবার এই ভাষাতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের সমালোচনার জবাব দিলেন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠী।

এদিন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেন বেশ কড়া ভাবেই। এদিন রাজ্যপাল বলেন, ‘নিজেদের মুখ আয়নায় দেখুন, ময়লা পরিষ্কার করুন। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন’।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠী এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে অভিযোগ তোলেন শিক্ষামন্ত্রী। মালদায় বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল। তাই নিয়েই এই চাপান-উতোর।