• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যপাল-শুভেন্দু বৈঠক 

সােমবার সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জুট কর্পোরেশনের চেয়ারম্যান তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

জগদীপ ধনকড় ও শুভেন্দু অধিকারী (Photo: IANS)

সােমবার সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জুট কর্পোরেশনের চেয়ারম্যান তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

এদিন শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর একটি ভিডিও পােস্ট করে রাজ্যপাল লেখেন, ‘আজ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী আমার সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে এসেছিলেন। ১৯৭১ সালে স্থাপিত জিসিআইএলের এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ। আমি আশা করছি, শুভেন্দু এই বছরটিকে পাট শিল্পের সঙ্গে যুক্ত পাটচাষিদের জন্য স্বর্ণময় করে তুলবেন।’

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। পরে জানানাে হয়েছিল, এটা সৌজন্য সাক্ষাৎকার। 

Advertisement

এরপর রাজ্যপাল দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠকের আগে বিজেপি নেতা বি এল সন্তোষের সঙ্গে দেখা করেন। স্বাভাবিকভাবে এক সপ্তাহের মধ্যে এই চারটি বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement