• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২৯ লক্ষ টাকা আত্মসাৎ, ধৃত প্রাক্তন বিএসএফ জওয়ান

প্রেমিকাকে পেট্রোল পাম্প কিনিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৯ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছিলেন এক প্রাক্তন বিএসএফ জওয়ান।

প্রতীকী চিত্র।

প্রেমিকাকে পেট্রোল পাম্প কিনিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৯ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছিলেন এক প্রাক্তন বিএসএফ জওয়ান। দেড় বছর আগের এই ঘটনায় অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। জানা গিয়েছে, বেহালার এক মিষ্টির দোকানে ছদ্মবেশে কাজ করছিলেন তিনি।

ধৃতের নাম গৌতম হালদার। তাঁর বাড়ি নদিয়ার তেহট্টে। তিনি রাজারহাটে বিএসএফের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত। পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাটের ডোভার লেনে এক অনুষ্ঠানে এক তরুণীর সঙ্গে গৌতমের পরিচয় হয়েছিল। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে ওই তরুণীকে গৌতম প্রতিশ্রুতি দেন, একসঙ্গে ভবিষ্যৎ গড়বেন। তাঁকে পেট্রোল পাম্প কিনিয়ে দেবেন। তার জন্য অগ্রিম ২৯ লক্ষ টাকা তরুণীর কাছ থেকে নেন অভিযুক্ত। তারপর হঠাৎ উধাও হয়ে যান। তরুণীর সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন। এরপরই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গত দেড় বছর ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে তিনি ধরা পড়লেন।

Advertisement

জানা গিয়েছে, এতদিন নিজের ফোন বন্ধ রেখেছিলেন গৌতম। তবে তাঁর পরিচিতদের কল লিস্ট ঘেঁটে পুলিশ দেখতে পায় অন্য নম্বর ব্যবহার করে তিনি পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেখান থেকেই গৌতমের খোঁজ পায় পুলিশ। তিনি বেহালার বুড়োশিবতলায় একটি মিষ্টির দোকানে ম্যানেজারের কাজ করছিলেন। সেই খবর পেয়ে ওসি অঞ্জন সেনের নির্দেশে ও অভিষেক সিংয়ের নেতৃত্বে দোকানে হানা দিয়ে সেখান থেকে গৌতমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং পলাতক থাকার অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে ২৯ লক্ষ টাকা এখনও উদ্ধার করা যায়নি। সেই টাকা কোথায় আছে তা জানতে গৌতমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

Advertisement