ট্রলারডুবিতে নিখোঁজ নামখানার মৎস্যজীবী উদ্ধার বাংলাদেশের চট্টগ্রামে

 বুধবার দুপুরে বাংলাদেশের চট্টগ্রামের নদীতে প্রায় পাঁচদিন ধরে ভেসে থাকা নামখানার নিখোঁজ মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস ওরফে কানু উদ্ধার হওয়ার খবরে বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ ও নামখানার মৎস্যজীবী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Written by SNS New Delhi | July 12, 2019 2:45 pm

প্রতীকী ছবি (Getty Images)

বুধবার দুপুরে বাংলাদেশের চট্টগ্রামের নদীতে প্রায় পাঁচদিন ধরে ভেসে থাকা নামখানার নিখোঁজ মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস ওরফে কানু উদ্ধার হওয়ার খবরে বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ ও নামখানার মৎস্যজীবী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, উদ্ধার হওয়া রবীন্দ্রনাথ এখনও বাংলাদেশের চট্টগ্রামে খারাপ আবহাওয়া থাকায় এখনই তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।এদিকে চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে কানুকে ফিরিয়ে আনার কথা।

বৃহস্পতিবার বিকেলে কাকদ্বীপে জেলা প্রশাসন মৎস্যজীবী সংগঠন ও মৎস্য দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। জেলা প্রশাসন সূত্রে নামখানার বাসিন্দা মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাসের উদ্ধারের খবর পেয়েছে উদ্বেগে থাকা দাস পরিবার।

প্রশাসনিক বৈঠকে মৎস্যজীবীদের নিরাপত্তা ও ট্রলার ডুবি নিয়ে চলছে আলােচনা। প্রসঙ্গত, গত শনিবার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে চারটি ট্রলার ডুবে যায় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে।ডুবে যাওয়া ট্রলার ‘নিয়ন দশভুজা’ , ‘শশজী ও ‘ যােগীরাজের’ মধ্যে’ নয়ন ’ ট্রলারে ছিলেন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস ওরফে যে কানু।

ওই ট্রলারদের দশজন মৎস্যজীবীর সঙ্গে তিনিও ভেসে যান।দুর্ঘটনা হয় বাংলাদেশের হাড়িভাঙা চরের কাছে প্রায় পাঁচদিন ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে কীভাবে ভেসে থেকে বেঁচে গেছেন মৎস্যজীবী কানু,তা নিয়ে বিস্ময় কানুর নিজের এবং বাংলাদেশের উদ্ধারকারী জাহাজের নাবিকদের।লাইফ জ্যাকেট ছুঁড়ে দিলেও প্রায় অচেতন একজন মানুষ তা ধরে বেঁচে উঠলেন।