আর্তের জন্য তার মন কাঁদে। বারবার অসহায় মানুষের পাশে দাঁড়ান দেব । এবারও তার ব্যতিক্রম হল না। অসহায় ছােট্ট মেয়ের পাশে দাড়িয়ে তার বাবার চিকিৎসার জন্য একটি ভিডিও বার্তায় ছােট্ট তিতলি জানান তার বাবা সন্দীপ ও মুনমুনকে নিয়ে সে থাকে চুঁচুড়ায়।
সন্দীপ পেশায় একজন সেলসম্যান। কিন্তু তিন মাস ধরে কাজ নেই। কারণ তার বাবা অসুস্থ। কিডনি ও লিভারের সমস্যা রয়েছে। অস্ত্রোপচারের জন্য লাগবে ৬ লক্ষ টাকা যা জোগাড় করা যায়নি।
Advertisement
এইবার ভিডিও দেখে তৎক্ষণাৎ মেয়েটির সঙ্গে যােগাযােগ করেন দেব। আশ্বাস দেন সব রকম সাহায্যের। শুধুমাত্র সাংসদ বা অভিনেতা নন সাধারণ মানুষের সমস্যার পাশে দাঁড়ানাে যে মানুষের কর্তব্য, তা দেব বারবার প্রমাণ করছেন।
Advertisement
Advertisement



