• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইসকনের সমস্ত মন্দিরে দীপদান অনুষ্ঠান

লক্ষ্মী পূর্ণিমার দিন, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার থেকে শুরু হবে দীপদান অনুষ্ঠান। চলবে রাসপূর্ণিমা, ৫ নভেম্বর ২০২৫ বুধবার পর্যন্ত।

প্রতি বছরের ন্যায় এবারও ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে লক্ষ্মী পূর্ণিমার দিন, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার থেকে শুরু হবে দীপদান অনুষ্ঠান। চলবে রাসপূর্ণিমা, ৫ নভেম্বর ২০২৫ বুধবার পর্যন্ত। এই একমাস ব্যাপী অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই দীপদান করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। একই সঙ্গে চলবে দামোদরাষ্টকম্ স্তোত্র পাঠ। দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়। কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement

প্রসঙ্গত, ভগবানের প্রীতি লাভ করার জন্য দীপদান করা হয়। দীপদান আলোর উৎসব, আনন্দের উৎসব, অন্ধকার দূরীভূত করার উৎসব, মহামিলনের উৎসব। মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ‘অন্ধকার বিদূরিত হয়ে আমাদের মনোমন্দিরে প্রতিষ্ঠিত হোক আলোর দীপ। শুভ দীপদান অনুষ্ঠানে এই হোক আমাদের ঐকান্তিক প্রার্থনা।’

Advertisement

Advertisement