• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

দুর্গাপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

দুর্গাপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ওড়িশার বাসিন্দা ওই তরুণী দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী।

দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ওড়িশার বাসিন্দা ওই তরুণী দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। সেই সময় পাঁচ যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে তরুণীর সহপাঠী তাঁকে উদ্ধার করে কলেজে নিয়ে যান। ছাত্রীকে ভর্তি করানো হয় ওই হাসপাতালেই।

নির্যাতিতার বাড়িতে ফোন করে গোটা ঘটনাটি জানান তাঁর এক সহপাঠী। রাতেই নির্যাতিতার পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন। হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন। এরপর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় নিউ টাউনশিপ থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ বা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। এর আগে ২০২৪ সালের আগস্টে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন করা হয়। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া এক সিভিল ভলান্টিয়ারকে আজীবম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

Advertisement

Advertisement

Advertisement