• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে তৎপরতা

বালুরঘাট- মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে জোর তৎপরতা শুরু হল দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনিক পর্য্যায়ে। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি জেলায় থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বালুরঘাটে প্রশাসনিক বৈঠক সেরে গঙ্গারামপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষ্যেও জমকালো অনুষ্ঠান হতে পারে সভায়।Advertisement ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সভাস্থল সহ প্রশাসনিক বৈঠকের জায়গা পরিদর্শন করেছেন জেলার আধিকারিকরা। জেলা

মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে তৎপরতা

বালুরঘাট- মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে জোর তৎপরতা শুরু হল দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনিক পর্য্যায়ে। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি জেলায় থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বালুরঘাটে প্রশাসনিক বৈঠক সেরে গঙ্গারামপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষ্যেও জমকালো অনুষ্ঠান হতে পারে সভায়।

Advertisement

ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সভাস্থল সহ প্রশাসনিক বৈঠকের জায়গা পরিদর্শন করেছেন জেলার আধিকারিকরা। জেলা তৃণমূলের তরফেও নেওয়া হচ্ছে জোর প্রস্তুতি।

Advertisement

গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, আমরা সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছি। ভাষা দিবসের অনুষ্টান একটু জমকালো করার ইচ্ছে রয়েছে।

জেলা প্রশাশন সূত্রের খবর, ১৯ তারিখ রাতে বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভা করার কথা তাঁর। একইসাথে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এবং জনসমর্থন যাচাই করতে গঙ্গারামপুর স্টেডিয়ামে ২১ তারিখ প্রকাশ্য সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

সরকারি বিভিন্ন প্রকল্পের সূচনা, উদ্বোধন ও শিলান্যাস হবে সেখানে। ওই মঞ্চ থেকেই জেলায় দলীয় গোষ্ঠী কোন্দল মিটিয়ে নেওয়ার কড়া বার্তা দিতেও পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর।

Advertisement