গণমঞ্চের সদস্যরা তীব্রভাবে ‘বেঙ্গল ফাইলস’-এর নিন্দা করেছেন। তাঁদের বক্তব্য চিত্রপরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘বেঙ্গল ফাইলস’ বাংলায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াবে। টিজারেই তা স্পষ্ট ফুটে উঠেছে৷ ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে সম্পূর্ণ সিনেমা জুড়ে। এমনকি বাঙালিদের প্রিয় উৎসব দুর্গাপুজোকেও বিকৃত করা হয়েছে৷ তাতে দেখানো হয়েছে মা দুর্গার কাঠামো জ্বলছে, যা কখনোই বাংলার সংস্কৃতি নয়৷ আমরা সবাই জানি, ১৯৪৬-এ বাংলায় ঘটা সাম্প্রদায়িক দাঙ্গার কথা, সেই দাঙ্গায় দাঙ্গাবাজদের কীভাবে দমন করেছিলেন গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা সেই বিষয়েও জানি। কিন্তু এই সিনেমায় গোপাল মুখার্জিকে শুধুমাত্র মুসলিম নিধনকারী হিসেবেই দেখানো হচ্ছে, যা একেবারেই সত্যি নয়। সংগীত শিল্পী সৈকত মিত্রের বক্তব্য অনুযায়ী জানা যায়, গোপাল মুখার্জির নাতি এই বিষয়টি নিয়ে এফ আই আর-ও করেছেন।
Advertisement
গণমঞ্চের সদস্যদের স্পষ্ট বক্তব্য এটাই, যে বিজেপি বাংলার মানুষদের নিজের আয়ত্তে আনতে পারছে না বলেই নানারকমের উপায় অবলম্বন করছে বাংলায় বিদ্বেষ ছড়ানোর জন্য, চক্রান্ত করছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য। এবং সেই কারণেই ‘বেঙ্গল ফাইলস’ তৈরি। কিন্তু দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা এটাও মনে করিয়ে দিয়েছে, যে বিবেক অগ্নিহোত্রী যেদিন থেকে রাজনৈতিক উদ্দেশ্যে সিনেমা তৈরি করা শুরু করেছেন, এবং এরকম ‘প্রোপাগাণ্ডামূলক’ সিনেমা তৈরি করা শুরু করেছেন, সেইসময় থেকেই বিজেপি হার সুনিশ্চিত হয়েছে। ‘বেঙ্গল ফাইলস’-ও তার ব্যতিক্রম হবে না, সেটা যেন বিজেপি মনে রাখে৷ বাংলার ইতিহাসকে বিকৃত করে, বাংলা ভাষাকে অপমান করে বাংলায় রাজনীতি করা যাবে না। বাংলার মানুষ নিজের ইতিহাসকে মনে রেখেই এই সিনেমা বয়কট করবেন বলে দাবি করেছে দেশ বাঁচাও গণমঞ্চ।
Advertisement
Advertisement



