• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সীমান্ত পেরিয়ে বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি যুবক

গ্রেপ্তার হওয়া যুবকের আসল নাম ইমরান হাসান। মঙ্গলবার রাতে ডোবারপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।

প্রতীকী ছবি

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশি যুবক। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।

বিএসএফ সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া যুবকের আসল নাম ইমরান হাসান। মঙ্গলবার রাতে ডোবারপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করেন।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে সুমন সরকার বলে পরিচয় দেন। কিন্তু জওয়ানরা পরিচয়পত্র চাইলে ওইযুবক তা দেখাতে পারেনি বলেই জানা গিয়েছে। অন্যদিকে সন্দেহ আরও বাড়তে থাকলে জেরা করা হয় যুবককে। তখনই তাঁর কথায় ধরা পড়ে অসঙ্গতি। শেষমেশ নিজের আসল নাম জানান অনুপ্রবেশকারী ওই যুবক। সূত্রের খবর, তাঁর আসল নাম ইমরান হাসান। বাংলাদেশের যশোর জেলার পুটখালি উত্তরপাড়ার বাসিন্দা। এরপরই বিএসএফ তাঁকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়।

Advertisement

সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে বনগাঁ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলেছে। এরই মধ্যে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে সীমান্তবর্তী এলাকায় বসানো হচ্ছে ৫৫টি সিসি ক্যামেরা।
বনগাঁ ব্লকের ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ক্যামেরাগুলি লাগানো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মণ্ডল জানান, ‘সীমান্তবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রশাসনের নজরদারি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যামেরাগুলি বনগাঁ থানার পুলিশের সরাসরি পর্যবেক্ষণে থাকবে।’

ইতিমধ্যেই রামচন্দ্রপুর, কালমেঘা, সুটিয়া-সহ বনগাঁ-বাগদা সড়কের পাইকপাড়া বাজারে ক্যামেরা বসানো হয়েছে। ভবিষ্যতে আরও নজরদারি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Advertisement