• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বালুরঘাট শহরে অধিকাংশ এটিএমে টাকা নেই

তিন চার দিন ধরে শহরের বেশির ভাগ এটিএম গুলি টাকা শূন্য হলেও হেলদোল নেই ব্যাংক কর্তৃপক্ষের বলে অভিযােগ ক্ষুব্ধ ব্যাংকের গ্রাহকদের।

প্রতীকী ছবি (Photo: iStock)

গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বেশির ভাগ এটিএমগুলিতে টাকা নেই। যার ফলে মাসের শেষে বেকায়দায় শহরের বিভিন্ন ব্যাংক ও পােস্ট অফিসের গ্রাহকরা। শহরের রঘুনাথপুর ট্যাংক মােড় থেকে রথতলা, চকভবানী কালিবাড়ি মােড়, বাজার এলাকায় থাকা বেশির ভাগ বিভিন্ন ব্যাংকের এটিএমগুলি টাকা শূন্য।

এদিকে নভেম্বর মাসের ৩০ তারিখ গুরু নানকের জন্মদিন থাকায় সমস্ত ব্যাংক ও পােস্ট অফিস বন্ধ থাকায় মাসের শেষে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের।

Advertisement

তিন চার দিন ধরে শহরের বেশির ভাগ এটিএম গুলি টাকা শূন্য হলেও হেলদোল নেই ব্যাংক কর্তৃপক্ষের বলে অভিযােগ ক্ষুব্ধ ব্যাংকের গ্রাহকদের।

Advertisement

Advertisement