• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ইস্টবেঙ্গলের জোবি জাস্টিন কে নিয়ে ভাবছে এটিকে

ইস্টবেঙ্গলের জোবি জাস্টিন কে নিয়ে ভাবছে এটিকে। তাই বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়ে জোবি জাস্টিন কে নিজেদের দলে রাখবার জন্যে কর্মকর্তারা ছোটাছুটি শুরু করেছেন।তাই জোবিকে ধরে রাখবার জন্যে অবশ্যই ইস্টবেঙ্গল বড় পদক্ষেপ রাখবে।

জোবি জাস্টিন

আইলিগ ফুটবলে থুতুকান্ডে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা স্ট্রাইকার কেরলের জোবি জাস্টিন ছ’ম্যাচ সাসপেন্ড ও এক লক্ষ টাকা জরিমানা শাস্তি পেয়েছেন। তবে জোবি জাস্টিন কে নিয়ে এখন বেশ শোরগোল । আইলিগে তিনি ন’টি গোল করেছেন। জোবি জাস্টিন এবারে আইএস এল ফুটবলে কোন দলে যাবেন তা নিয়ে দর কষাকষি চলছে তো চলছেই। তবে আশা করা যাচ্ছে নতুন মরশুমে জোবি জাস্টিন কে এটিকে চুক্তিভুক্ত করতে পারে । তাই বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়ে জোবি জাস্টিন কে নিজেদের দলে রাখবার জন্যে কর্মকর্তারা ছোটাছুটি শুরু করেছেন । এটিকের কর্মকর্তারা লাল- হলুদ শিবিরের জোবি জাস্টিনের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। ইস্টবেঙ্গলের কোচ আবার সুপার কাপে খেলবার জন্যে তার পছন্দের বেশ কয়েকজন ফুটবলারদের নাম পাঠিয়ে দিয়েছেন কর্মকর্তাদের কাছে। সেই দলেও জোবি জাস্টিনের নামটা রয়েছে । আবার এন্ রিকের ছুটি চাওয়াতে সেই জায়েগায়ে স্পেন থেকে কোনও এক ফুটবলারকে নিয়ে আসার কথা কোচ আলেকজান্দ্রোর। কোচ বর্তমানে দেশে গিয়েছেন। দশদিন বাদেই তিনি কলকাতায় ফিরছেন । তখনি হয়তো স্পেনের ঐ  ফুটবলারকে নিয়ে আসা হতে পারে। তাই জোবিকে ধরে রাখবার জন্যে অবশ্যই ইস্টবেঙ্গল বড় পদক্ষেপ রাখবে। শুধু তাই নয় ইস্টবেংল ছাড়তে পারেন চুলুভা,লালরিন্দিকা লালতে সহ আরও কজন।এখন থেকেই আগামী মরশুমের জন্যে দল গঠন করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে লাল- হলুদ শিবিরে।