• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

সালাহদের কোচিং করাতে পারেন ইস্টবেঙ্গলের প্রাক্তন সহকারী কোচ

ইস্টবেঙ্গলের প্রাক্তন সহকারী কোচ ফ্রান্সিকো ডি কোস্তাকে এবার দেখা যেতে পারে মিশরের জাতীয় দলের কোচিং করাতে। এমন কথাই শােনা যাচ্ছে।

প্রতিকি ছবি (Photo: iStock)

ইস্টবেঙ্গলের প্রাক্তন সহকারী কোচ ফ্রান্সিকো ডি কোস্তাকে এবার দেখা যেতে পারে মিশরের জাতীয় দলের কোচিং করাতে। এমন কথাই শােনা যাচ্ছে। মহম্মদ সালাহদের তিনি কোচিং করাতে চলেছেন।

ভারতের বিভিন্ন ক্লাবে কোচিং করানাের পর এবার সােজা মিশরের জাতীয় দলে কোচিং করানাের সুযােগ কোস্তার সামনে। শােনা যাচ্ছে এমনই খবর। ভারতের অনূর্ধ্ব-উনিশ দলের কোচও ছিলেন তিনি।

Advertisement

বাংলাদেশে শেখ রাসেল কেসি দলেও কোচিং করানাের অভিজ্ঞতা রয়েছে তার। এবার হয়ত সালাহদের দায়িত্ব পেলেও তিনি পেয়ে যেতে পারেন। এখন ভবিষ্যতে কি হয় সেটাই দেখার বিষয়।

Advertisement

Advertisement