গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি অনুব্রত মন্ডল

চিকিৎসকরা জানিয়েছেন,হাইপার টেনশনে ভুগছেন তিনি।পাশাপাশি কার্বঙ্কল এবং রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

Written by SNS New Delhi | July 8, 2019 2:24 pm

অনুব্রত মন্ডল(Photo: Indrajit Roy/IANS)

গুরুতর অসুস্থ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।কার্বঙ্কল এবং রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পাওয়ায় বীরভূমের চিকিৎসকের পরামর্শে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।এসএসকেএম সূত্রে খবর,হাসপাতালে ভর্তি থাকলেও তিনি বিপদমুক্ত।মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে অনুব্রত মণ্ডলের।মেডিকেল টিমের নেতৃত্বে রয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্রকুমার সরকার।চিকিৎসকরা জানিয়েছেন,হাইপার টেনশনে ভুগছেন তিনি।পাশাপাশি কার্বঙ্কল এবং রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

লােকসভা নির্বাচনের সময় মা মারা যান অনুব্রত মণ্ডলের।তার ওপর ক্যান্সারে আক্রান্ত তাঁর স্ত্রী।বীরভূম, নদিয়ার পাশাপাশি বর্ধমান জেলার একাংশের দেখভাল করার দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।লােকসভা নির্বাচন নিয়ে প্রায় ২মাসের বেশি সময় ব্যস্ত ছিলেন।করেছেন পরিশ্রম।এরপরও নির্বাচনে খারাপ ফল হওয়ায় মন ভালাে ছিল না বীরভূমের এই দাপুটে নেতার।মানসিক অবসাদে অপরদিকে বিশ্রামের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।যদিও তাঁর অসুস্থতা নিয়ে কোনওরকম দুশ্চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।