মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারার অভিযোগ উঠল টলিউডের এক অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। দুর্ঘটনায় বাইক আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যেই অভিযুক্ত সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালবাজার সূত্রে খবর, আহত বাইক আরোহীর নাম সৌরভ হালদার (২৯)। স্থানীয়দের সহায়তায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে । স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেহালার রায়বাহাদুর রোড সংলগ্ন এলাকায় রাত ১ টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত অভিনেতা। দ্রুতগতিতে এসে বাইক আরোহীকে ধাক্কা মেরে গাড়িটি সামনের একটি পাঁচিলে ধাক্কা মারে। আহত যুবকের পরিবারের বক্তব্য, আচমকাই গাড়িটি বেপরোয়া গতিতে রাস্তার উল্টো দিকে এসে বাইকে ধাক্কা মারায় ছিটকে পড়ে যান বাইক আরোহী।
Advertisement
তবে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে। লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তের রক্তের নমুনা পরীক্ষা করা হতে পারে।
Advertisement
Advertisement



