• facebook
  • twitter
Friday, 13 December, 2024

মধ্যরাতে দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১

মধ্যরাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল একজনের, আহত বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে।

মধ্যরাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল একজনের, আহত বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর মাঝখানের ডিভাইডার ভেঙে একটি পণ্যবোঝাই ট্রাক উল্টো দিকের লেনে ঢুকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় উল্টো দিক আরেকটি ট্রাক দ্রুতবেগে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পিছনে থাকা আরও তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। জখম হন আরও কয়েকজন।

তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। পণ্যবোঝাই লরিতে থাকা প্রচুর সিমেন্টের বস্তা রাস্তা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে রাতে প্রায় ১ ঘন্টার বেশি সময় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া-কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ ছিল। পরে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেপরোয়া গতির জেরে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে পাশের লেনে ঢুকে পড়েন। এর ফলেই দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে বাইক। বাইক থেকে ছিটকে ৮০ ফুট নিচে পড়ে যান আরোহী। দ্রুতগতির একটি বাইকে দু’জন পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে।

তার কয়েকদিন আগে মা উড়ালপুলে আরেকটি দুর্ঘটনা ঘটে। কলকাতার পিটিএস থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। বাংলাদেশ হাই-কমিশনের কাছে একটি গাড়ি হঠাৎই লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়িই। গুরুতর আহত হন ২ জন।