প্রতি বছর বড়দিনে আলোর রোশনাইয়ে সেজে ওঠে পার্ক স্ট্রিট। এবারও তার অন্যথা হয়নি। খ্রিসমাস ইভে প্রচুর মানুষের সমাগম হয় পার্ক স্ট্রিটে। এছাড়া ময়দান এবং ধর্মতলা চত্বরও জন সমাগমে ভরে ওঠে। উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট। দিল্লি বিস্ফোরণ এবং বাংলাদেশের অস্থিরতার কথা মাথায় রেখে কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বড়দিন উপলক্ষ্যে পার্কস্ট্রিট চত্বরে প্রচুর মানুষ ভিড় করে। আলোকসজ্জা ও অ্যালেন পার্কের অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষ সেখানে হাজির হন। কলকাতা পুলিশের তরফে প্রতি বছরই নিরাপত্তার কড়াকড়ি থাকে। এবারও নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, অ্যাসিসট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকরা দায়িত্বে থাকবেন। দেড় হাজার পুলিশকর্মী রাস্তায় থাকবে নিরাপত্তা নিশ্চিত করতে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশ থাকবেন।
Advertisement
পার্কস্ট্রিটে যারা হেঁটে ঘুরবেন, তাঁরা একদিক থেকে ঢুকবেন। অ্যালেন পার্ক অবধি গিয়ে আবার অন্যদিকে চলে যেতে পারবেন। একই রাস্তায় ফিরে আসা যাবে না। ভিড়ের মধ্যে যাতে কোনও অঘটন না হয়, সেজন্য সাদা পোশাকের পুলিশ ঘোরাফেরা করবেন। ওয়াচ টাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি থাকবে। কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্সও থাকবে বলে খবর।
Advertisement
Advertisement



