• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

ট্যাবেই অজ্ঞাতপরিচয়ের যাবতীয় তথ্য

অ্যাপেই দেখে নিতে পারবেন মৃতদের মধ্যে তাঁদের প্রিয়জন আছেন কি না

দুর্ঘটনাগ্রস্ত আপনজনকে খুঁজতে থাকা মানুষগুলির এবার হয়ত হয়রানি একটু হলেও কমবে। কারণ রাজ্যের নানা প্রান্তে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের ছবি সহ তথ্য রাখার বিশেষ ব্যবস্থা করতে চলেছি সিআইডি। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনার বলি হন বহু মানুষ। অনেকক্ষেত্রেই তাঁদের পরিচয়ও জানতে পারেন না তদন্তকারীরা।  এই সমস্যা সমাধানে এবার পুলিশের অস্ত্র নয়া অ্যাপ।

 

জানা গিয়েছে, সিআইডির তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে একটি অ্যাপ। এই অ্যাপটি ব্যবহারের জন্য প্রতি থানায় একটি করে ট্যাব বরাদ্দ করা হয়েছে। এই ট্যাবের কাজ হল কোথাও দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে থানার তরফে মৃতের ছবি, ঘটনাস্থল-সহ যাবতীয় তথ্য আপলোড করা । ওই অ্যাপ থেকে আমজনতা দেখতে পারবেন সমস্ত ছবি-তথ্য। ফলে যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ, তাঁরা অ্যাপেই দেখে নিতে পারবেন মৃতদের মধ্যে তাঁদের প্রিয়জন আছেন কি না। থাকলে যোগাযোগ করতে পারবেন সংশ্লিষ্ট থানায়।

এবিষয়ে পুলিশের তরফে বলা হয়, যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ তাঁরা এই অ্যাপটি ডাউনলোড করে সেখানে অজ্ঞাত পরিচয় দেহ গুলোর ছবি দেখতে পারবেন। এতে সকলেরই সুবিধা হবে। কিন্তু কেন এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত? সূত্রের খবর, নেপথ্যে বাগুইআটির দুই মৃত কিশোর। নিখোঁজ হওয়ার পর দু-প্রান্ত থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। ১০ দিন পর সেই দেহ শনাক্ত করে পরিবার। এই ধরনের ঘটনা এড়াতেই এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত।