• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২৯ জুলাই মেঘালয়ে যাবেন অভিষেক

২০২৩-এর ফেব্রুয়ারি মাসে দেশের উত্তর পূর্বাঞ্চলের দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

২০২৩-এর ফেব্রুয়ারি মাসে দেশের উত্তর পূর্বাঞ্চলের দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

আগামী ২৯ জুন মেঘালয় যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে অনেক আগে থেকেই সাং গঠনিক কাজকর্ম শুরু করেছেন অভিষেক। মেঘালয় বিধানসভায় তৃণমূল এখন প্রধান বিরোধী দল।

Advertisement

যে কারণে উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির তুলনায় মেঘালয়ে তৃণমূলের অবস্থা অনেকটাই ভাল। তৃণমূল এখন মেঘালয়ের রাজনীতিতেই মনোনিবেশ করতে চাইছেন।

ত্রিপুরার সাম্প্রতিক উপনির্বাচনে ভরাডুবির বিষয়টি নিয়ে বিশেষ ভাবিত নন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

তাঁদের কথায়, উপনির্বাচনের ফলাফল দেখে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে, তা নিয়ে আগাম কোনও অনুমান করা ঠিক নয়।

তাই তুলনামূলক ছোট রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ের রাজনীতিতে মনোনিবেশ করে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে ঘাসের উপর জোড়াফুল ফোটানোর ভাবনায় রয়েছে তৃণমূল।

২৬ জুন শিলং গিয়ে মুকুল সাং মা-সহ তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী কর্মসূচি স্থির করবেন অভিষেক।

Advertisement