• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

নন্দীগ্রামে ২৪ ঘণ্টার মধ্যেই ফিজিওথেরাপিস্ট নিয়োগ

কথা দিয়েছিলেন অভিষেক

নন্দীগ্রাম সভা থেকে দেওয়া প্রতিশ্রুতি যে শুধুই বক্তব্যে সীমাবদ্ধ থাকে না, তারই বাস্তব উদাহরণ সামনে এল বৃহস্পতিবার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মাত্র এক দিনের মধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দু’জন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার দিনভর নন্দীগ্রামে একাধিক কর্মসূচিতে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে কয়েক মাস আগেই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির ফোন নম্বরে নন্দীগ্রাম থেকে ‘সেবাশ্রয়’ চালুর আবেদন পৌঁছেছিল ক্যামাক স্ট্রিটে তাঁর দফতরে। সেই আবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়, ডায়মন্ড হারবারের আদলে নন্দীগ্রামেও চালু হবে সেবাশ্রয় ক্যাম্প। নন্দীগ্রামে গিয়ে সেই প্রতিশ্রুতিই রূপ দিতে দেখা যায় অভিষেককে।

Advertisement

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লকের ‘মডেল সেবাশ্রয়’ ক্যাম্প ঘুরে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়ই উঠে আসে একটি গুরুতর সমস্যা। অভিযোগ, নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দীর্ঘদিন ধরেই কোনও ফিজিওথেরাপিস্ট নেই। ফলে দুর্ঘটনা বা অস্ত্রোপচারের পর বহু রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

Advertisement

স্থানীয়দের কাছ থেকে এই অভিযোগ শোনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, বিষয়টি দ্রুত স্বাস্থ্য দফতরের নজরে আনা হবে এবং সমাধানের চেষ্টা করা হবে। তাঁর সেই আশ্বাস যে কথার কথা ছিল না, তা প্রমাণ মিলল ২৪ ঘণ্টার মধ্যেই।

স্বাস্থ্য দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শৌভিক জানা এবং অনিন্দ্যসুন্দর ভুঁইয়াকে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে শৌভিক জানা পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালে এবং অনিন্দ্যসুন্দর ভুঁইয়া পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের দু’জনকেই নন্দীগ্রামে
পাঠানো হয়েছে।

এই নিয়োগের ফলে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ফিজিওথেরাপির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা শুরু হওয়ায় উপকৃত হবেন দুর্ঘটনায় আহত ও দীর্ঘমেয়াদি চিকিৎসাধীন রোগীরা।

Advertisement