বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়েতে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজ্যের বহু নেতা। নিজের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা পাওয়ার পাশাপাশি শাসক দলের অনেকেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন কুণাল ঘোষ, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। স্বয়ং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও ফুলসহ শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছিল। এবার এক্স মাধ্যমে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
তিনি লিখেছেন, ‘দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে নতুন জীবনের শুভারম্ভে অনেক অভিনন্দন। ভালোবাসার নিজস্ব সময় এবং নিজস্ব ছন্দ আছে, আপনাদের একত্রিত হওয়া সেই সত্যের একটি সুন্দর প্রমাণ। সারাজীবন একসঙ্গে খুশিতে, শান্তিতে কাটুক এই কামনা করি।’ অনেকেই দিলীপ ঘোষের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন বিয়ের পর রাজনৈতিক জীবনে লক্ষ্য কি? সামনের বছরেই ভোট। তাই তিনি অকপট জানিয়েছেন, রাজনীতির মানুষ হিসেবে দলের কাজ অনুযায়ী তিনি ভবিষ্যতে এগোবেন।