• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

পশ্চিম বর্ধমানে একটি পুলকারে অগ্নিকান্ড

আসানসোল, ৩০ জানুয়ারি: আজ, মঙ্গলবার সাত সকালে পশ্চিম বর্ধমানে একটি পুলকারে আগুন। পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের সামনে এই অগ্নিকান্ডের ফলে পুলকারটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে আসানসোল থেকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। ছুটে আসে আসানসোল উত্তর থানার পুলিশও। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকল

আসানসোল, ৩০ জানুয়ারি: আজ, মঙ্গলবার সাত সকালে পশ্চিম বর্ধমানে একটি পুলকারে আগুন। পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের সামনে এই অগ্নিকান্ডের ফলে পুলকারটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে আসানসোল থেকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। ছুটে আসে আসানসোল উত্তর থানার পুলিশও। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে।

আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকল বাহিনী বিষয়টির তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে কিভাবে এই পুলকার গাড়িটিতে আগুন লাগল। জানা গিয়েছে, পাশের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য এই পুলকার গাড়িটি ব্যবহৃত হয়। ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।