রাজ্য সরকারের উদ্যোগেই নতুন রাস্তা পাচ্ছে ভােট বয়কটের গ্রাম। আগামী কয়েক দিনেই তৈরী হবে ৯০০ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা। ভােটের আগে সরকারি উদ্যোগে খুশি দক্ষিণ দিনাজপুর জেলার অমৃত খন্ড পঞ্চায়েতের চকমাধব গ্রাম। রাস্তা পেয়ে খুশি বাসিন্দারা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
অমৃত খন্ড পঞ্চায়েতের চকমাধব থামে রাস্তা তৈরি দাবিতে পঞ্চায়েত ভােট বাতিল করেছিলেন বাসিন্দারা। তারপরেও রাস্তার কাজ না হওয়া লােকসভা ভােট পুনরায় বয়কটের ডাক দেন তারা। সেই সময় বেশকিছু বাসিন্দা ভােট দিলেও বেশিরভাগই বুথ মুখি হয়নি।
Advertisement
পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা হাতে মহিলার ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। কেটে দেওয়া হয়েছিল গ্রামের রাস্তা। যার পরেই দ্রুততার সাথে ওই বেহাল রাস্তা তৈরি উদ্যোগ গ্রহণ করেন ভিডিও। গ্রামবাসী কৃষ্ণকান্ত বর্মন , কুলবুলি বর্মন জানিয়েছে , দীর্ঘদিন তারা এই রাস্তার জন্য প্রশাসনের দোরে দোরে ঘুরেছেন। কিন্তু কিছুতেই কোন কাজ হয়নি।
Advertisement
Advertisement



