৩০ টাকার লটারি কেটে ভাগ্যবদল এক জন মজুরের

Written by SNS September 16, 2022 2:04 pm
 পূর্ব বর্ধমান,১৬ সেপ্টেম্বর — কথায় আছে ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না,আর সেই কথাই সত্যি হয়ে হয়ে গেল এক জন মজুরের ক্ষেত্রে।সকালবেলায় ৩০ টাকা দিয়ে লটারি  কেটে দুপুরের মধ্যেই ভাগ্য বদলে গেলো পূর্ব বর্ধমানের ভাতার থানার বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের। হঠাৎ কোটিপতি হয়ে  যাওয়ায় তাঁর সংসারে এখন বাঁধভাঙা উচ্ছ্বাস। খুশি গ্রামবাসীরাও। বৃহস্পতিবার সকালে লটারির টিকিট কাটেন। দুপুর নাগাদ টিকিট মেলাতে গিয়ে কার্যত হতবাক তিনি। তিনি দেখেন টিকিটের প্রথম পুরস্কার এক কোটি টাকাই তিনি জিতেছেন।
বাসুদা গ্রামের নিতান্ত ছাপোষা পরিবার প্রসেনজিৎ মণ্ডলদের। পরিবারের সকলেই জনমজুরি করে সংসার চালান।এদিন লটারি জেতার পর প্রসেনজিৎ জানান, বৃহস্পতিবার সকালে তিনি রাজিপুর গ্রামে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন। তারপর গৃহস্থের কাজের প্রয়োজনেই তিনি ভাতার বাজারে আসেন। সেখানেই এক লটারির দোকানে ঢুকে তিরিশ টাকা দিয়ে একটি লটারি কাটেন। কিন্তু সেই টিকিটই যে ভাগ্য ফিরিয়ে দেবে, তা কখনো ভাবেননি প্রসেনজিৎ।