• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লটারিতে কোটি টাকা জিতে ৪ দিন থানায় কাটালেন লরি চালক

আসানসোল থেকে ফেরার পথে জাতীয় সড়কের ধারে একটি লটারির দোকান থেকে ৩০ টাকা দিয়ে তিনি একটি লটারির টিকিট কেটেছিলেন।

লটারিতে কোটি টাকা জিতে চারদিন থানাতেই কাটালেন এক লরি চালক। আসানসোল থেকে ফেরার পথে জাতীয় সড়কের ধারে একটি লটারির দোকান থেকে ৩০ টাকা দিয়ে তিনি একটি লটারির টিকিট কেটেছিলেন। পরের দিন টিকিট মেলাতেই তিনি দেখেন যে, প্রথম পুরস্কার জিতেছেন। এরপর নিরাপত্তার জন্য তাঁকে থানাতেই থাকার ব্যবস্থা করে দেন দেওয়ান দিঘি থানার পুলিশ।

ওই লরি চালকের নাম শেখ আজীদ। তিনি পূর্ব বর্ধমানের গোপালপুরের বাসিন্দা। মাঝে মধ্যেই তিনি লটারির টিকিট কাটতেন। সম্প্রতি আসানসোল থেকে ফেরার পথে ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন আজীদ। সেই টিকিটটি মেলাতে গিয়ে দেখা যায়, তিনি প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন। এরপরই দেওয়ান দিঘি থানার দ্বারস্থ হন তিনি।

Advertisement

নিরাপত্তার জন্য থানাতেই চারদিন ধরে থাকতে হয় তাঁকে। অবশেষে পুলিশই বর্ধমানের ওই লটারির দোকানে যোগাযোগ করেন। পুলিশকর্মীরাই আজীদকে ওই দোকানে নিয়ে যান। টাকা পাওয়ার জন্য সেই দোকান থেকেই অনলাইনে আবেদন করেন ওই লরি চালক। এই টাকা পেলে তিনি কিছু জমি কিনতে চান বলে জানিয়েছে আজীদ।

Advertisement

Advertisement