• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কংগ্রেস দপ্তরে হামলায় গ্রেপ্তার ৩, পলাতক রাকেশ

ধৃতদের নাম বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। পুলিশ রাকেশের বাড়িতে গেলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

প্রতীকী ছবি

কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শনিবার দুপুরে বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। পুলিশ রাকেশের বাড়িতে গেলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

অভিযোগ, শুক্রবার সকাল ১১টা ১৫ নাগাদ রাকেশ সিংহের নেতৃত্বে একদল সমর্থক বিজেপির পতাকা হাতে কংগ্রেস দপ্তরে ঢোকে। সেই সময় কংগ্রেস অফিস ফাঁকা থাকার সুযোগ নিয়ে ভাঙচুর চালায় রাকেশ বাহিনী। বিধানভবনের বাইরে ঝোলানো রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয়, আগুনে পোড়ানো হয় কংগ্রেসের পতাকা ও নেতাদের ছবি। উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রতীক পান্ডেও। ঘটনার আগে রাকেশ সামাজিক মাধ্যমে লাইভে এসে কংগ্রেসের বিরুদ্ধে দেশজুড়ে বিরোধিতার ডাক দেন।

Advertisement

এন্টালি থানায় অস্ত্র আইন-সহ একাধিক ধারায় রাকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে খোলা চিঠি দিয়েছেন।

Advertisement

উল্লেখ্য, বিহারের দ্বারভাঙায় কংগ্রেসের এক সভায় প্রধানমন্ত্রীর ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরেই কলকাতায় বিধানভবনে হামলা হয়েছে বলে কংগ্রেসের দাবি। শনিবার রাকেশ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘ছোট্ট এক আন্দোলনই আমার অপরাধ। পুলিশ আমায় ধরতে পারেনি, তবে আমার সঙ্গীদের গ্রেপ্তার করেছে। তাঁদের পাশে থাকব।’

Advertisement